
কক্সবাজারের চকরিয়ায় শরীরে ইয়াবা আছে বাহানা দিয়ে এক কিশোরীকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলে ঢুকিয়ে ধর্ষণের চেষ্ঠা করেছে বখাটে যুবক। বুধবার বিকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারের উত্তর পাশে বনবিভাগের রির্জাভ বনভুমির ভেতরে ঘটেছে এ ঘটনা। ওইসময় কিশোরীর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার এবং বখাটে যুবক ফজল করিমকে (২৮) আটক করে পুলিশে দিয়েছে। আটক বখাটে ফজল করিম চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের ছালেহ আহমদের ছেলে।
এ ঘটনায় গতকাল (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে চকরিয়া থানায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত ফজল করিমকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। পুলিশ আটক ফজল করিমকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদলতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
ভিকটিম ওই কিশোরী বলেন, বুধবার দুপুরে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে লামার হারগাজা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। চকরিয়া সদর থেকে গাড়ি পাল্টিয়ে ওই কিশোরী উঠছিলেন একটি ম্যাজিক গাড়িতে। পথিমধ্যে গাড়িটি মালুমঘাট বাজারের উত্তরে পৌঁছলে বখাটে ফজল করিম শরীরে ইয়াবা আছে বাহানা দিয়ে অপরাপর যাত্রীদের সামনে থেকে তাকে (কিশোরী) গাড়ি থেকে নামিয়ে সড়কের পাশে জঙ্গলে নিয়ে যায়।
কিশোরী বলেন, জঙ্গলে নিয়ে তল্লাসির নামে তাকে ধর্ষণের চেষ্টা করেন বখাটে ফজল করিম। ওইসময় তাঁর শোর-চিৎকারে আশপাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে বখাটে ফজল করিমকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তাঁর বাবা বাদি হয়ে একটি মামলা করেছেন। আটককৃত যুবককে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।##