
চট্টগ্রাম- কক্সসবাজার মহাসড়কের চকরিয়া জিদ্দাবাজার ও বার আউলিয়ার নগরের মাঝখানে কাভার্ড ভ্যানের সাথে মোটর বাইকের সংঘর্ষে মোটর বাইক আরোহী ২ তরুণের মর্মান্তিক মৃত্যু এবং একজন গুরুতর আহত হয়েছে।
আজ রবিবার দুপুরে সংঘটিত এই দুর্ঘটনায় নিহত তরুন তারেকুল ইসলাম ও আমজাদ হোসেন রিফাতের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের যথাক্রমে ৪নাম্বার ও ৭নাম্বার ওয়ার্ডের আব্দুল হাকিম ও মোহাম্মদ বশিরের পুত্র। আহত অপর ব্যক্তি চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বলেন, রবিবার দুপুরের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।