
বৈশি^ক মহামারি করোনা ভাইরাস থেকে দেশবাসির পরিত্রাণ এবং চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির প্রয়াত সকল নেতৃবৃন্দ এবং সমিতির সদস্যদের প্রয়াত পরিবারবর্গ, সমিতির উপদেষ্ঠা মন্ডলীর সদস্যদের মধ্যে প্রয়াত কক্সবাজার জেলার প্রয়াত রাজনীতিবিদ বরণ্য ব্যক্তিবর্গ ও জাতীয় নেতৃবৃন্দ স্বরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির আয়োজনে বুধবার ২৬ আগস্ট বাদে আছর চট্টগ্রাম নগরের তনজিমুল মোছলেমীন এতিমখানা প্রাঙ্গনে খতমে কোরআন ও দোয়া মাহফিল সমিতির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় তনজিমুল মোছলেমীন এতিমখানার শিক্ষার্থীরা খতমে কোরআন ও দোয়া মাহফিলে অংশনেন।
অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি এম হামিদ হোছাইন, সাধারণ সম্পাদক মাওলানা হামিদ হোসাইন।
উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির কর্মকর্তা ড.লায়ন সানাউল্লাহ, জাহাংগীর কবির চৌধুরী, এডভোকেট নাছির উদ্দিন, আবদুল মান্নান খোকন, মিনারুল ইসলাম, সালাহউদ্দিন, ওসমান, ওলীদুল আজিম ও শহীদুল ইসলাম টিপু প্রমুখ। এছাড়াও সমিতির বিভিন্নস্তরের কর্মকর্তা, তনজিমুল মোছলেমীন এতিমখানার শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতি সবসময় ভালো কাজের সঙ্গে জড়িত আছেন। চকরিয়াবাসির সু:খ দু:খের সারথী হয়ে সংগঠনটি চট্টগ্রাম শহরে শান্তির বারতা নিয়ে কাজ করছেন। আমরা মনে করেছি, বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের এই দুর্দিনে ভয়াল থাবা থেকে দেশবাসির পরিত্রাণ পেতে এবং চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির প্রয়াত সকল নেতৃবৃন্দ এবং সমিতির সদস্যদের প্রয়াত পরিবারবর্গ, সমিতির উপদেষ্ঠা মন্ডলীর সদস্যদের মধ্যে প্রয়াত কক্সবাজার জেলার প্রয়াত রাজনীতিবিদ বরণ্য ব্যক্তিবর্গ ও জাতীয় নেতৃবৃন্দ স্বরণে কিছু করার। সেই আলোকে চট্টগ্রামস্থ চকরিয়া সমিতি খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ##