
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ বিমানটিতে মোট ১৯০ জন আরোহী ছিল। বিমানটি দুবাই থেকে আসছিল। বৃষ্টির কারণে কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রানেওয়ে অতিক্রম করে সামনের উপত্যকায় পড়ে ভেঙে দু্ই টুকরো হয়ে যায় বলে জানিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ।
করোনাভাইরাস মহামারির কারণে এয়ার ইন্ডিয়ার বিমানটি দুবাইয়ে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে ফিরছিলো।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ই ভিজায়ান জানিয়েছেন উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঐ অঞ্চলের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বিমানটির দু’জন পাইলটও ছিলেন।
এদিকে বিমান দুর্ঘটনা সম্পর্কে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হারদ্বীপ সিং পুরি বলেন, বিমানটি ‘চাকা পিছলে উড়োজাহাজটি রানওয়ে থেকে বেরিয়ে যায় এবং ৩৫ ফুট ঢালু জমি পেরিয়ে বিমানের নাক মাটির সঙ্গে ধাক্কা খায়। বিমানটি দুবাই থেকে বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসছিল।’